প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএনপিকে ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। বিএনপিকে নির্বাচনে আনার জন্য সরকার আন্তরিক। বিএনপিরও নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা আছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বরিশাল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বরিশাল ও বরিশাল অঞ্চলের জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে টানা দুই ঘণ্টা এই সভা অনুষ্ঠিত হয়।
সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন এটা আমাদের লক্ষ্য। এখানে প্রশাসনের সাথে সভায় তারা আশ্বস্ত করেছেন, নির্বাচন সুষ্ঠু করতে তারা সব ধরনের সহযোগিতা করবেন।
বিভাগীয় কমিশনার আমিন উল আহসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। এসময় বরিশাল রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তার উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com