বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফেনীর সোনাগাজীতে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মো.ইকবাল হোসেনের ব্যক্তিগত উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুক্রবার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পৌরসভার ১নং ওয়ার্ড, চরচান্দিয়া, চরদরবেশ ও বগাদানা ইউনিয়নে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সদ্য সাবেক সিনিয়র সহসভাপতি মো. ইকবাল হোসেন, ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক, চরচান্দিয়া ইনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছু উদ্দিন খোকন, ফেনী জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদাউস মিতা, ফেনী জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মাহমুদ, বর্তমান সিনিয়র যুগ্মআহবায়ক রফিকুল ইসলাম, পৌরসভার সদ্য সাবেক মহিলা কাউন্সিলর মণিহার বেগম, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি আবুল কালাম, সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হোসেন আজাদ, চৌধুরী , যুবদল নেতা নুরুল হক গবি, বিএনপি নেতা জিয়াউর রহমান, হারুনুর রশিদ, আবুল কাশেম, ছাত্রদল নেতা নিজাম উদ্দিন ও নিশান প্রমুখ। উপহার হিসেবে বস্ত্র, হাঁড়ি-পাতিল ও নগদ টাকা বিতরণ করা হয়।
একে/অননিউজ24