তিতাস, কুমিল্লা প্রতিনিধি।।
এক দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির চট্টগ্রাম অভিমুখী রোডমার্চ গতকাল অনুষ্ঠিত হয়েছে। এনিয়ে কুমিল্লা ও চট্টগ্রামে নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করতে দেখা গেছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল থেকেই শুরু হয় রোডমার্চের কর্মসূচী।
সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কালাকচুয়ায় একটি হোটেল প্রাঙ্গণে রোডমার্চের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরই অংশ হিসেবে আ'লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষে একদফা দাবি আদায়ে কুমিল্লা-ফেনী-মিরসরাই-চট্টগ্রামের উদ্দেশ্যে রোডমার্চে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ও সাবেক জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খান বিপুলসংখ্যক গাড়িবহর নিয়ে অংশগ্রহণ করেন।
কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এপিএস ইঞ্জিনিয়ার মতিন খানের নেতৃত্বে গাড়িবহর নিয়ে অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক নেতাকর্মী।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মহসীন বেপারী, জয়পুর ইউনিয়ন যুবদলের সাবেক সহ সভাপতি মোঃ ইমরান হোসেন, হোমনা বিএনপি নেতা শফিকুল ইসলাম, মেঘনা উপজেলা বিএনপি নেতা তপু, তিতাস উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ফুল মিয়া, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মনির হোসেন, তিতাস উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল আহমেদ খান রাজ, বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, তিতাস উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি হান্নান হোসাইন, কলাকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির সরকার, কলাকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাহাজান মেম্বার, মোঃ কামাল মেম্বার, তিতাস উপজেলা নবীন দলের সাবেক সভাপতি জুয়েল খান, তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসাইন, যুগ্ম আহ্বায়ক মোঃ আমজাদ হোসেন, কলাকান্দি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমআই টিপু, বলরামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক একে শামীম ওসমান ও ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদ সরকার প্রমূখ।
এফআর/অননিউজ