বিএনপির হামলায় ৪১ পুলিশ সদস্য আহত

অনলাইন ডেস্ক।।
এবার রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন ধরিয়ে দিয়েছেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। আজ শনিবার ২৮ অক্টোবর পুলিশের ওপর চড়াও হয়ে হাসপাতালে আগুন ধরিয়ে দেন তারা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেল থেকে হাসপাতালে আগুন ধরিয়ে দেয়ার বিষয়টি জানানো হয়েছে।

এদিকে ডিএমপি জানিয়েছে, বিএনপির হামলায় রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১৯ জন আহত পুলিশ সদস্য চিকিৎসাধীন। এর আগে, রাজধানীর বিজয়নগরে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

আজ শনিবার ২৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে পুলিশের ওপর নতুন করে চড়াও হন নেতাকর্মীরা। কালভার্ট মোড়, পুরানা পল্টন ও সেগুন বাগিচা—এই তিন দিক থেকে ঘেরাও করে পুলিশকে আক্রমণ করেছেন বিএনপিসহ সমমনা দল ও জোটের নেতাকর্মীরা। কালভার্ট রোডে বিএনপি নেতাকর্মীদের হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্যের নাম সামাদ। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুন দেয়া পুলিশ বক্সে চরফ্যাশন ও মনপুরা উপজেলা বিএনপির ক্যাপ পড়ে থাকতে দেখা গেছে।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ