বিএনপি ক্ষমতায় আসার উপর বাংলাদেশের ভবিষ্যত নির্ভর করছে- আব্দুল আউয়াল মিন্টু
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন বিএনপি ক্ষমতায় আসার উপর বাংলাদেশের ভবিষ্যত নির্ভর করছে। অতএব দয়া করে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাহাজ্জুদের নামায পড়ে আপনাদের কে কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেছেন। প্রতিপক্ষ দল যেন অন্যায় ভাবে কোন প্রভাব বিস্তার না করতে পারে, সেজন্য পাহারাদারের ভূমিকা পালন করবেন।
ভোট দেয়ার পরেও ভোট কেন্দ্রের আশেপাশে থাকা এবং গণনা শেষে স্লিপ না পাওয়া পর্যন্ত কোন দল প্রভাব সৃষ্টি করতে না পারে, সে জন্য সবাইকে কেন্দ্রের আশেপাশের ঢাল হিসেবে বসে থাকতে হবে।
তিনি আরো বলেন, আপনারা যদি আমাকে ভোট দিয়ে সহযোগিতা করেন, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, তাহলে কিন্তু আমি এ দুই উপজেলার উন্নয়ন আমার কোন ত্রুটি বিচ্যুতি থাকবে না। নদী ভাঙন দুই উপজেলার প্রধান সমস্যা হিসেবে চিহহ্নিত করে প্রতিরোধমীলক সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার দুপুরে চরদরবেশ ইউনিয়নের কারামতিয়া বাজারে নির্বাচনি পথ সভায় তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাভোকেট শাহানা আক্তার শানু, উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন বাবলু, সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ চেয়ারম্যান, আমিন উদ্দিন দোলন চেয়ারম্যান , উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা, সদস্য সচিব ইমাম হোসেন প্রবির, যুগ্ম আহবায়ক ইমাম হোসেন মিসকিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর ছিদ্দিক মারুফ, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সোহাগ নূর সহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন থাকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।