বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে নারীদের উন্নয়নে কাজ করবে সরকার :নাসির উদ্দিন আহমেদ মিঠু

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী শিল্পপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন- আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি সরকার।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো পুনর্গঠন ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় এই ৩১ দফা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা। এই ৩১ দফার গুরুত্বপূর্ণ বার্তাগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এসময় তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান বিগত ফ্যাসিস্ট সরকারের সময় সবচেয়ে বেশি হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। তাই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে এ নির্যাতন নিপীড়নের জবাব দিতে হবে।

তিনি রবিবার (২ নভেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা জনগনের কাছে তুলে ধরার অংশ হিসাবে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও লিফলেট বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামিল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, জুড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাইয়ুম, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, বড়লেখা উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক রেজান আলী, সাগরনাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আহমেদ রুলন, পূর্বজুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহিবুর রহমান তুয়েল, বিএনপি নেতা হাবিবুর রহমান প্রমুখ।

আরো দেখুনঃ