পাবনা প্রতিনিধি।।
বিএনপি এক দফার আন্দোলন করছে তিন বছর ধরে। তাদের কোনো দফাই আলোর মুখ দেখছে না। এক দফার আন্দোলনের নামে জ্বালাও, পোড়াও করলে তাদের কোনো ছাড় দেয়া হবে না। মাঠেই তাদের প্রতিহত করবে আওয়ামীলীগ। বাংলাদেশ আর কখনো পাকিস্তান হবে না। বিএনপি জামায়াত যে স্বপ্ন দেখছে সেটা স্বপ্নই থেকে যাবে।’
শনিবার (২৯ জুলাই) দুপুরে পাবনার সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত শান্তি সমাবেশে এসব কথা বলেন বক্তারা।
বিএনপি জামায়াতের অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য, অপরাজনীতির প্রতিবাদে এদিন শান্তি সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশ ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান উজ্জল। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পাবনা জেলা আওয়ামীলীগের সহ-সভাতি তোফাজ্জল হোসেন চৌধুরী, বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল হক বাবু, প্রমুখ।
এফআর/অননিউজ