দেবিদ্বার প্রতিনিধি।।
বিএনপি-জামায়াতে ডাকা অবরোধ, অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ। মঙ্গলবার দুপুর উপজেলা আওয়ামী ও এর সহযোগী সংগঠনগুলোর কয়েক শতাধিক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেয়।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টারের নেতৃত্বে নেতাকর্মীর মিছিল নিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়ক ও দেবিদ্বার উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে নিউমার্কেটর মুক্তিযোদ্ধ চত্বরে এসে প্রতিবাদ সভা করেতা বিক্ষোভকারীরা।
গের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সঞ্চলনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এটিএম মেহেদী হাসান (ভিপি বুলবুল), দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম সফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সরকার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাজী মোসলে উদ্দিন ভূইয়া মানিক প্রমুখ।
এফআর/অননিউজ