বিএনপি দেশের উন্নয়নে প্রধান বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ধানমন্ডিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক। এদের প্রতিহত করতে হবে। আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও সহ্য করা হবে না।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে দেশ। বঙ্গবন্ধুর সোনার বাংলা রচনায় সমস্ত অপশক্তিকে দমন করে প্রতিবন্ধকতা উপড়ে ফেলতে হবে। এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সংবিধানের মর্যাদা রক্ষা করে আগামী নির্বাচন করবে। বিএনপি সরকার বারবার সংবিধানের ওপর আঘাত এনে কলঙ্কিত করেছে।
কাদের বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথের বাধা সাম্প্রদায়িক শক্তির বিষবৃক্ষকে উপড়ে ফেলা হবে। এর আগে, সকাল ৭টা ৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
শান্ত/অননিউজ