বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ওমর ফারুকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন-এমইউজে।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে হামলাকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়। এসময় ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন এমইউজের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের যুগ্ম মহাসচিব অমিত রায়, এমইউজের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, এমইজে নেতা জগদীশ চন্দ্র সরকার, নিয়ামুল কবীর সজল, হোসাইন শাহীদ, রাকিবুল হাসান রুবেল প্রমুখ।