বিকাশের এজেন্টকে অজ্ঞান করে টাকা ছিনতাই।

ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরের ভাঙ্গায় কিবরিয়া হাওলাদার (৩৫) নামে এক বিকাশের এজেন্ট কে অজ্ঞান করে চার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার মক্রমপট্টি এলাকার মৃত নওয়াবলী হাওলাদারের পুত্র।

বুধবার (১৬ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘারুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জলিল ব্যাপারী।

স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলার আজিমনগর বাজার থেকে দোকান বন্ধ করে রাত ৮ টার সময় বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে ঘারুয়ী ইউনিয়নের মক্রমপট্টি এলাকায় এলে অজ্ঞাত কয়েকজন পিছন থেকে হামলা করে ও চেতনানাশক ঔষধ দিয়ে অজ্ঞান করে পরবর্তীতে প্রায় চার লক্ষাধিক টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা দেখতে পেয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে আজ উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুরে রেফার্ড করা হয়েছে।

এই বিষয়ে প্যানেল চেয়ারম্যান জলিল ব্যাপারী জানান, আমি ঘটনাটি জানতে পেরেছি। আমাদের এলাকায় এর আগে এমন ঘটনা ঘটেনি। আমার ওয়ার্ডের কিবরিয়া হাওলাদার নামে এক বিকাশের এজেন্টের চার লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমরা এই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠ বিচার চাই।

এই বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মোকসেদুর রহমান কে সকালে মুঠোফোনে কয়েকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেন নাই।

আই/অননিউজ২৪।।

আরো দেখুনঃ