বাগেরহাটের সদর উপজেলার ডেমা ইউনিয়নে মাছের ঘেরে অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ জুলাই) বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টায় ওই ইউনিয়নের মোস্তফাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি সদর উপজেলার কারাপাড়া গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে মো. হানিফ হাওলাদার (৪৫)। তিনি মাছের ঘের ব্যবসায়ী।
পুলিশ সুপার কেএম আরিফুল হক জানান, সোমবার রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মোস্তফাপুর গ্রামে হানিফ হাওলাদারের মাছের ঘের থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি ঘের ব্যবসা ছাড়াও মাঝে মাঝে ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। তিনি আরও জানান, বিক্রির উদ্দেশ্যে তিনি অস্ত্র দুটি সংরক্ষণ করছিল। কয়েকজন ক্রেতাকে ইতোমধ্যে দেখিয়েছেন এই অস্ত্র। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের পূর্বক হানিফ হাওলাদারকে আদালতে সোপর্দ করা হবে।
এফআর/অননিউজ