১৬ই ডিসেম্বর মহান বিজয়দিবস উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিস,কুমিল্লা কর্তৃক আয়োজিত দাউদকান্দি উপজেলায় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
তৃণমূল পর্যায় খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্য ক্রীড়াপরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় কুমিল্লা জেলা ক্রীড়াঅফিসের ব্যবস্থাপনায় কাবাডি প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৭ই ডিসেম্বর দাউদকান্দি উপজেলার নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় দাউদকান্দি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হতে ৬০ জন বালক অংশগ্রহণ করে। কাবাডি প্রতিযোগিতায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন হুমায়ূন কবির খোকন ও জহিরুল ইসলাম ভূইয়া।
সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃআবুবক্করসিদ্দিক(সোহেল) ও মোঃজামালহোসেন।
জেলা ক্রীড়াঅফিসার কুমিল্লা মোঃনাজিমউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃখোরশেদ আলম (টাইগার),সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়াসংস্থা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফেরদৌসরহমান, প্রধান শিক্ষক নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এডভোকেট মোঃরাসেলআহমেদ(রাফি), কোষাধ্যক্ষ দাউদকান্দি উপজেলা ক্রীড়াসংস্থা, এছাড়াও উপস্থিত ছিলেন মোঃফরহাদ হোসেন, অফিস সহকারী জেলাক্রীড়া অফিস কুমিল্লা এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যসহ বিভিন্নশ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।