বিজিবি'র কুমিল্লা ব্যাটালিয়নের অভিযানে বিদেশী পিস্তল (ম্যাগাজিনসহ), গুলি, মদ এবং গাঁজা আটক
৩০ সেপ্টেম্বর ২০২১ তারিখ ০৫০০ ঘটিকায় বিজিবি'র কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর শিবের বাজার বিওপি’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১০০/৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “বদরপুর”নামক স্থান হতে পরিত্যক্ত অবস্থায় ০১টি বিদেশী পিস্তল (ম্যাগাজিনসহ), ০২ রাউন্ড গুলি, ৬০ বোতল মদ এবং ১.৮ কেজি গাঁজা উদ্ধার করে। যার সিজার মূল্য ১,৯৬,৭০০/-(এক লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশত) টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ গোলাম ফজলে রাব্বি প্রেরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উল্লেখিত তথ্য নিশ্চিত হয়।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।