ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নে উলামায়ে কেরামদের নিয়ে হরষপুর ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ সংগঠনের অভিষেক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ অক্টোবর) বিকালে উপজেলার হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিষেক অনুষ্ঠার দারুল উলুম ইসলামিয়া হরষপুর মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের উদ্যাক্তা মোঃ খলিলুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হরষপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান, এক্তারপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবীর, মাওঃ আরিফুল ইসলাম, সাংবাদিক এস এম টিপু চৌধুরী, হারাধন পাল, আল মামুন রমজান, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। অভিষেক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল মুকিত দেওবন্দী,মাওঃ এনামুল হক খাঁন, মাওঃ জয়নাল আবেদীন,মাওঃ সিদ্দিকুর রহমান, মাওঃ লুৎফুর রহমান, হাজী শামসুজ্জোহা চৌধুরী (মহন), মোঃ সুরুজ আলী সরদার, মোঃ রুকন উদ্দিন মাষ্টার, আলহাজ্ব নুর আলম, হাসান উল্লাহ খাঁন সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা হরষপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী সালাহ উদ্দিন সেলিম।
অনুঠান শেষে প্রবাসে অবস্থানরত সকল রেমিটেন্সযোদ্ধা সহ সকলের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনা করেন হরষপুর মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা সিরাজুল ইসলাম খাঁন। দোয়া কামনার পর উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ এবং হরষপুর ইউনিয়নের ৭০ জন ইমামদের মাঝে উপহার হিসেবে বস্ত্র প্রদান করা হয়।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ২৪।।