স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষ্যে ফেনীর সোনাগাজীতে সানফ্লাওয়ার কর্মজীবী সময় সমিতির উদ্যোগে চরচান্দিয়া ইউনিয়নের মহেশ্চর তেমুহনিতে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আকবর হোসেনের সভাপতিত্ব ও সানফ্লাওয়ার কর্মজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মামুনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) লিখন বণিক।
বিশেষ অতিথি ছিলেন চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, উপজেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আ.ন. ম তৌহিদুর রহমান, সাংবাদিক জাবেদ হোসাইন মামুন, কাজী সাইফুল্লাহ নিজাম, রফিকুল ইসলাম, আবুল মোবারক ও ব্রাক ব্যাংক কর্মকর্তা রাসেল সিকদার প্রমুখ।
চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি, ডায়াবেটিক ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক মো. মোফাহ্জল হক রায়হান ও গাইনি বিশেষজ্ঞ, সনোলজিস্ট ডা. সোহিলি পারভীন দিনব্যাপী প্রায় দু'শ রোগিকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেছেন।