নোয়াখালী সদর উপজেলায় সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটি হেলে পড়ে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক শিশু। বুধবার (১৪ জুন) সকাল ৮টায় উপজেলার সোনাপুর জিরো পয়েন্ট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহত তানভীর হাসান (২৮) চাঁদপুর জেলার বাসিন্দা। তিনি এসিআই ফার্মাসিউটিক্যালসে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তানভীর বুধবার সকালে কর্মস্থলের উদ্দেশ্যে সোনাপুর জিরো পয়েন্ট হয়ে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোডে যাচ্ছিলেন। পরে সড়কের পাশে স্থাপন করা বিদ্যুতের নতুন বসানো একটি খুঁটি হেলে পড়ে। এ সময় খুঁটির নিচে থাকা তানভীর ঘটনাস্থলেই নিহত হন। একই সময় পাশে থাকা একটি শিশু আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাপুর বাজারের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেন।
এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।
সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান জানান, বুধবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এফআর/অননিউজ