ইনজুরির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসর থেকে ছিটকে গেছেন জাওয়াদ মোহাম্মদ। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি। এবার এই অলরাউন্ডারের পরিবর্তে সানজামুল ইসলামকে দলে ভিড়িয়েছে সিলেট। ইতোমধ্যেই সিলেটের স্কোয়াডে যোগ দিয়েছেন সানজামুল।
এর আগে, দলীয় অনুশীলনে চোট পেয়েছিলেন জাওয়াদ। এবার এই চোটের কারণেই বিপিএল থেকে ছিটকে গেলেন ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার।
এদিকে বুধবার (৩১ জানুয়ারি) এবারের বিপিএল থেকে নিজেকে সরিয়ে নেন মাশরাফী বিন মোর্ত্তজা। মূলত রাজনৈতিক দায়িত্বের কারণ দেখিয়ে বিরতিতে সিলেটের অধিনায়ক।
যদিও বিপিএলে খুব একটা ভালো সময় যাচ্ছে না জাতীয় সংসদে হুইপ হিসেবে নিযুক্ত নড়াইল-২ আসনের এমপির।
ম্যাশের বিরতি নিয়ে সিলেট স্ট্রাইকার্স জানিয়েছে, যদি রাজনৈতিক দায়বদ্ধতার বাইরে সময় দিতে পারেন, সেক্ষেত্রে আবারও বিপিএলে যোগ দেবেন চারবার শিরোপা জেতা এই অধিনায়ক।
অন্যদিকে মাশরাফীর পরিবর্তে এখন থেকে দলটিতে সহ-অধিনায়কের দায়িত্বে থাকা মোহাম্মদ মিঠুনকে মূল নেতৃত্বে দেখা যাবে। যদিও সিলেটের শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে একাদশেই জায়গা হয়নি টানা ব্যর্থ হতে থাকা মিঠুনের।
বিপিএলের চলতি আসরে ৫ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে সিলেট। আগামী ২ ফেব্রুয়ারি নিজেদের পরের ম্যাচে মাঠে নামছে দলটি। এদিন সিলেটের প্রতিপক্ষ মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত ঢাকা।
এফআর/অননিউজ