বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ দুই কারবারি গ্রেফতার
নীলফামারী প্রতিনিধি।

নীলফামারী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই শীর্ষ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ১ হাজার ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা।
আটককৃতরা হলেন,সৈয়দপুর উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে খুরশিদ (৩২) , একই এলাকার আব্দুর রহমানের ছেলে মাহতাব আলম (৩৫)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিঃ) মতলুবর রহমানের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন। সৈয়দপুর পৌরসভার মিস্ত্রিপাড়া এলাকায় চিহ্নিত মাদক ডিলার খুরশিদের বসতবাড়িতে হানা দিয়ে তল্লাশি চালিয়ে এই মাদকদ্রব্য জব্দ করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘ দিন ধরে সৈয়দপুর ও এর আশপাশের এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাইকারি ও খুচরা মূল্যে মাদক কেনাবেচা করে আসছিল। মাদক নির্মূলে জেলা পুলিশের এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১) সারণিক ১০(ক)/৮(খ)/৪১ ধারায় মামলা রুজু করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।