বাইপোলার ডিজঅর্ডারে আক্রান্ত জনপ্রিয় মার্কিন অভিনেত্রী আমান্ডা বাইন্স। গত ১৯ মার্চ (রোববার) সকালে বিবস্ত্র হয়ে রাস্তায় ঘুরতে দেখা যায় তাকে। এ সময় পুলিশ তাকে আটক করে চিকিৎসার জন্য মানসিক হাসপাতালে পাঠিয়েছেন।
একজন প্রত্যক্ষদর্শী জানান, ‘লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনের কাছে আমান্ডাকে হাঁটতে দেখি। এ সময় তার পরনে কোনো কাপড় ছিল না। এরপর পুলিশ ডাকা হলে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।’
এদিকে পুলিশ সূত্রের খবর, ‘আমান্ডাকে নিকটস্থ থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি মেডিক্যাল টিম পরীক্ষা করে জানান, অভিনেত্রীকে মানসিক হাসপাতালে রাখতে হবে।’
অন্যদিকে আমান্ডার ঘনিষ্ঠজন জানান, ‘বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আমান্ডা। তাকে আরও কিছুদিন সেখানে থাকতে হবে।’
জানা যায়, ২০১৩ সাল থেকে মানসিক অসুস্থতায় ভুগছেন আমান্ডা। সে সময় থেকেই তাকে ‘কনজারভেটরশিপ’-এর আওতায় নেওয়া হয়। গত কয়েকদিন ধরেই ওষুধ খাচ্ছিলেন না তিনি। যে কারণেই এই বিপত্তি।
প্রসঙ্গত, হলিউডে নব্বই দশকের অন্যতম জনপ্রিয় মুখ আমান্ডা। শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করা এই অভিনেত্রী অনেক জনপ্রিয় টিভি সিরিজ ও চলচ্চিত্র উপহার দিয়েছেন। দীর্ঘ কর্মজীবনের শুরুতে সাফল্য পেলেও পরবর্তীতে অবসাদ ও মাদকাসক্তির অন্ধকারে তলিয়ে যান তিনি।
ফরহাদ/অননিউজ