আগামী ১২নভেম্বর বিএনপির ফরিদপুর বিভাগীয় সমাবেশ সফল করতে ফরিদপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
মঙ্গলবার জেলার প্রধান প্রধান সড়কে ও স্থানীয় বাজারগুলোতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে জনসম্পৃক্ততা বাড়াতে ও সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ করেন।
বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক মোদারেস আলী ইসা, সদস্য সচিব গোলাম কিবরিয়া স্বপন, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন,কৃষকদল নেতা এ্যাড.মামুন প্রমুখ।
এ সময় বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।