নতুন কারিকুলামে অসঙ্গতি দূরীকরণ, পাঠ্যপুস্তক সংশোধন, মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন এবং ব্র্যাক বিশ^বিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে পুনর্বহালের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় জাতীয় শিক্ষক ফোরাম নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনালে এ মাববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে জাতীয় শিক্ষক ফোরাম নড়াইল জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নূরুন্নবীর সভাপতিত্বে বক্তব্য দেন ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি মাওঃ খায়রুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ নাসিরুদ্দীন, জাতীয় শিক্ষক ফোরাম নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি কামরুল ইসলাম আনসারী, সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুল হান্নান, প্রচার সম্পাদক নূরুল্লাহ খান, মাওলানা খবির উদ্দিন প্রমুখ।
বক্তারা, অবিলম্বে নতুন কারিকুলামে অসঙ্গতি দূর করা, পাঠ্যপুস্তক সংশোধন, মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন এবং ব্র্যাক বিশ^বিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে পুনর্বহালের দাবি জানান। এছাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সরকারীকরণ সহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।
কর্মসূচিতে জেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও আলেমগণ অংশগ্রহণ করেন।
এফআর/অননিউজ