বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে আগামীকাল একদিনের শোক ঘোষণা
অনলাইন ডেস্ক।।

উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ একাধিক ব্যক্তি নিহত ও আহত হওয়ার ঘটনায় জাতীয়ভাবে একদিনের শোক ঘোষণা করা হয়েছে।
সরকারের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এদিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।
এ দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩ জন, আহত হয়েছেন ৬০ জনের বেশি, যাদের অনেকেই মাইলস্টোন কলেজের শিক্ষার্থী। দুর্ঘটনার ভয়াবহতায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, “এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমরা গভীর শোক প্রকাশ করছি। দেশের জনগণকে আহ্বান জানানো হচ্ছে নিহতদের আত্মার শান্তির জন্য দোয়া এবং আহতদের সুস্থতা কামনায় প্রার্থনা করতে।
সূত্র:বিডি২৪লাইভ
ই/অননিউজ ২৪