বিয়ের আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

বরিশালের গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বপন দে (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্বপন দের বাড়ি বার্থী ইউনিয়নে। শুক্রবার (১৪ জুলাই) রাতে বাড়িতে নিজের বিয়ে উপলক্ষে করা আলোকসজ্জায় বিদ্যুৎ সরবরাহ করতে গিয়ে এ ঘটনা ঘটে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, মাহিলাড়া ইউনিয়নের বিল্বগ্রাম এলাকার এক তরুণীর সঙ্গে শুক্রবার রাতে বিয়ের দিন ধার্য ছিল। এজন্য কনের বাড়িতে যাওয়ার জন্য বরযাত্রীরা প্রস্তুতি নিচ্ছিলেন।

নিহতের ছোট ভাই শয়ন দে জানান, শুক্রবার বিকেলে বাড়িতে আলোকসজ্জার কাজ চলছিল। এ সময় বাতিতে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। সন্ধ্যা সাতটার দিকে আলোকসজ্জায় বিদ্যুৎ সরবরাহ ঠিক করার সময় তার ভাই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বপনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন আরও বলেন, স্বপন দের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে রাতেই থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি যশোর সেনানিবাসে কর্মরত সেনা সদস্য ছিলেন।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ