উপস্থাপিকা মৌসুমী মৌ ও তার স্বামী যৌতুক নিরোধ আইনে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন মডেল-উপস্থাপিকা মৌসুমী মৌ কামরুন্নাহার মৌসুমী এর স্বামী আরিফ বিল্লাহ হক। বুধবার ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালত-২১ এর বিচারক তাহমিনা হক এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার ও মো. বাহাউদ্দিন আল ইমরান। বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট এ এন এম গোলাম জিলানী।
মামলার বিবরনী থেকে জানা গেছে, ২০২৩ সালের ২০ অক্টোবর আরিফ বিল্লাহ হকের সঙ্গে মডেল ও টিভি উপস্থাপিকা কামরুন্নাহার মৌসুমী ওরফে মৌসুমী মৌ পারাবিরাকিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আরিফ একজন কোচিং শিক্ষক। কৌশলে তিনি তার স্ত্রী মৌ এর কাছ থেকে বিভিন্ন সময়ে সর্বমোট ৭ লক্ষ ৯৫ হাজার টাকা আদায় করেছে। যা যৌতুকের টাকা হিসেবে দাবি করা হয়েছে।
একইসঙ্গে মামলাতে যৌতুকের টাকার জন্য মৌকে মারধরেরও অভিযোগ করা হয়েছে। তাই গত ১৬ এপ্রিল যৌতুক নিরোধ আইন ২০১৮ এর ৩ ধারায় আরিফের বিরুদ্ধে ঢাকার মেজিস্ট্রেট আদালতে নালিশি মামলা দায়ের করেন।
আদালত সূত্র জানায়, মামলার ধার্য্য তারিখ আজ বুধবার (২৯ মে) আসামিপক্ষের আইনজীবীরা আপোষের শর্তে আদালতের কাছে জামিন প্রার্থণা করেন। আরিফের আইনজীবীরা আদালতকে জানায়, স্বামী-স্ত্রীর মধ্যকার স্বাভাবিক লেনদেনকে যৌতুক হিসেবে তুলে ধরা হয়েছে। টাকাগুলো একপ্রকার ধার হিসেবে নেয়া হয়েছিলো। মোট টাকার বড় একটি অংশ পরিশোধও করা হয়েছে।
অন্যদিকে, একইদিন বাদী আদালতে উপস্থিত না থেকে সময় প্রার্থণার আবেদন দেন। শুনানি নিয়ে আদালত উভয়পক্ষের আবেদন মঞ্জুর করে পরবর্তি দিন ধার্য্যের আদেশ দেন।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24