বরিশালের গৌরনদীতে বিয়ে বাড়িতে আলোকসজ্জার দুটি মরিচ বাতিতে বিদ্যুৎ সরবরাহ ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বপন দে নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ খবর পেয়ে কনের বাবা স্টোক করেছেন। মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে হৃদয় বিদারক ঘটনাটি ঘটে জেলার গৌরনদী উপজেলার বার্থী গ্রামে।
জানা গেছে, শুক্রবার বিকালে বরকে নেওয়ার জন্য কনের বাড়ি থেকে ৩০ জন মেহমান আসেন বরের বাড়িতে। তাদের আপ্যায়ন করানো হয়। কনের বাড়িতে নয়টি মাইক্রোবাসযোগে ৮০ জন বরযাত্রী যাবার প্রস্তুতি চলছিল। ঠিক এই সময়ে দুর্ঘটনাটি ঘটে।
মৃত স্বপন ওই বার্থী গ্রামের মৃত দিপক দে’র ছেলে। তিনি যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন। শুক্রবার রাতে তার বিয়েরপীড়িতে বসার কথাছিল।
নিহতের ছোট ভাই শয়ন দে জানান, শুক্রবার রাতে তার ভাই সেনাসদস্য স্বপন দের সাথে একই উপজেলার বিল্লগ্রাম এলাকার সঞ্জয় করের কন্যা কথা করের সঙ্গে সামাজিকভাবে বিয়ের দিন ধার্য ছিল।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এফআর/অননিউজ