হাতের মেহেদীর রং ওঠার আগেই বিয়ের মাত্র সাত দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় মো. শিমুল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বার আউলিয়া নামক স্থানে তার মৃত্যু হয়।
সে ফেনী জেলার সোনাগাজী সদর ইউনিয়নের পূর্ব ছাড়াইতকান্দি গ্রামের গণু হাফেজ বাড়ির মৃত নূরুল হকের ছেলে।
নিহতের পরিবার জানায়, ৯এপ্রিল মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহসড়কের বার আউলিয়ার মাজার সংলগ্ন স্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী যাত্রীবাহী বাস গ্রামবাংলার মুখোমুখী সংঘর্ষে বাসটির হেল্পার শিমুল ঘটনাস্থলে মারা যান। সে গত ৩ এপ্রিল বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তার মৃত্যুর সংবাদে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। বুধবার সকাল সাড়ে নয়টায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরাস্থনে দাফন করা হয়।
নিহতের জেঠাতো ভাই আনিছুল ইসলাম সোহাগ তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
এফআর/অননিউজ