বিরামপুরের বিজুল মডেল স্কুলে নিয়োগের বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন
নয়ন হাসান,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি||
দিনাজপুরের বিরামপুর উপজেলার বিজুল মডেল উচ্চ বিদ্যালয়ে ৪টি পদে নিয়োগে অনিয়ম ও ম্যানেজিং কমিটির সমস্যা সমাধানের দাবীতে স্থানীয় লোকজন মানববন্ধন করেছে। (৪ অক্টোবর) সোমবার সকাল ১১ টার সময় বিজুল মডেল উচ্চ বিদ্যালয়ে চত্বরে এ মানববন্ধন অনুষ্টিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, সংশ্লিষ্ট দিওড় ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি জয়মুদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহিম বাদশা, সাধারণ সম্পাদক রুবেল আলম, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ আলম, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোকাদ্দেস হোসেন প্রমূখ।
এসময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ লিখিত বক্তব্যে বলেন, বিজুল মডেল উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি ৪টি পদে নিয়োগে বাণিজ্য করা হয়েছে। এছাড়াও সভাপতির মেয়াদ শেষ হওয়ার পর আবারো তাকে সভাপতি করার চেষ্টা চলছে। এঘটনায় তারা রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরে স্বারকলিপি পাঠিয়েছে।
এ ব্যাপারে বিজুল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন আকন্দ বলেন, নিয়োগ বোর্ডের মাধ্যমে যথাযথ ভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সভাপতি নিয়োগের বিষয়টি শিক্ষাবোর্ডের উপর নির্ভরশীল। বোর্ডের নির্দেশনা মোতাবেক পরবর্তী কার্যক্রম করা হবে।
সাইফুল ইসলাম সুমন,অননিউজ24।।