প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৪, ১০:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২১, ৫:৩৫ পূর্বাহ্ণ
বিরামপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত
"ডায়াবেটিস চিকিৎসায় সেবায় সচেতন হোন, যদি এখন না হোন, তাহলে কখন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১১টার সময় ধানহাটি মোড় (মেইন রোড) বিরামপুরে এই অনুষ্ঠান অনুষ্টিত হয়।
বিরামপুর ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের আয়োজিত অনুষ্ঠানে বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক এর সঞ্চালনায় ও পৌর মেয়র ও বিরামপুর ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যক্ষ আককাস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা পরিমল কুমার সরকার, প্রাক্তন সির্ভিল সার্জন ডাঃ ইমার উদ্দিন কায়েস, প্রফেসর ডাঃ জসিবর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি ডক্টর নুরুল হক ও সাধারণ সম্পাদক মশিহুর রহমান, ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান,৩নং ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হক,৭নং ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেন চৌধুরী, ৭,৮ ও ৯নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নাজনীন আকতার,সুধীজন,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ব ডায়াবেটিস প্রতিরোধে গণসচেতনতা নিয়মিত পরিশ্রম ও পরিনিয়মিত খাবারসহ প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাটতে হবে বলে সভায় বক্তারা উল্লেখ করেন। এসময় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে বিনামুল্যে ডায়াবেটিস ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: [email protected]
www.onnews24.com