দুই ম্যাচ হাতে রেখেই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার মাঠের দাপুটে পারফরম্যান্সের সুবাদে আইসিসি থেকেও সুসংবাদ পেয়েছেন টাইগাররা। বিশ্বকাপের প্রাক্বালে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা।
রোডেশিয়ানদের বিপক্ষে সিরিজ জয়ের পেছনে মূল ভূমিকা বোলারদের। এবার র্যাঙ্কিংয়েও বোলারদের চোখে পড়ার মতো অগ্রগতি।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম তিন ম্যাচে ৮ দশমিক ৮৩ গড়ে ৬ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। এতে ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২৬তম স্থানে উঠে এসেছেন তিনি।
অন্যদিকে স্পিনার শেখ মেহেদী হাসানও ৬ ধাপ এগিয়েছেন। বর্তমানে যৌথভাবে ২২তম অবস্থানে আছেন তিনি। টাইগার বোলারদের মধ্যে মেহেদীই সবার উপরে আছেন। এই সিরিজের পারফরম্যান্সে ভর করে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিও এগিয়েছেন।
এদিকে সবশেষ দুই ম্যাচের জয়ের অন্যতম নায়ক তাওহীদ হৃদয়। এতদিন ১০০-এর বাইরে ছিলেন তিনি। এবার এক লাফে ৯০ম স্থানে উঠে এসেছেন তিনি। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও দুই ধাপ এগিয়ে ৮১তম স্থানে উঠে এসেছেন।
অন্যদিকে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে ৩১তম স্থানে আছেন সাম্প্রতিক অফ-ফর্মে থাকা লিটন দাস। টাইগার দলপতি নাজমুল হোসেন শান্তও দুঃসংবাদ পেয়েছেন। ২ ধাপ পিছিয়ে ৩৫তম স্থানে আছেন তিনি।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষেই আছেন সাকিব আল হাসান। তার রেটিং ২৩১। তবে ২২৮ রেটিং নিয়ে সাকিবের ঘাড়ে নিশ্বাস ফেলছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
সূত্র : আরটিভি অনলাইন
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com