বিশ্বকাপের মত মেগা আসরের একটি ম্যাচ দেখার জন্য টিকিটের আশায় থাকেন সকলেই। ভারতীয় কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি ও তার স্ত্রী আনুশকা শর্মাকে তো বন্ধুরা টিকিট চেয়ে নাজেহাল করে ছেড়েছেন। বাধ্য হয়ে এই দম্পতি তাদের বন্ধুদের বাসায় বসে খেলা দেখতে অনুরোধ করেছেন। কিন্তু সেই বিশ্বকাপের ম্যাচেই কিনা দর্শকখরা চলছে। তাও আবার গেল আসরের দুই ফাইনালিস্টের মধ্যকার উদ্বোধনী ম্যাচে।
অবিশ্বাস্য হলেও এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে দৃশ্যটা এমনই। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নাকি ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের সব টিকিট বিক্রি হয়নি। আর তাইতো দর্শক ভর্তি করতে ৩০ থেকে ৪০ হাজার নারী দর্শককে ফ্রিতে হাজির করছে সেখানকার কর্তৃপক্ষ। একই সঙ্গে চা-নাস্তার ব্যবস্থাও রাখা হয়েছে তাদের জন্য। এই কাজে তাদের সাহায্য করছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি এর স্থানীয় নেতারা।
ওয়ার্ড পর্যায়ের এসব নেতারা আগেই নিজ নিজ এলাকার নারীদের তালিকা করে রেখেছেন। উদ্বোধনী ম্যাচে এসব নারীদের দেখা যাবে দর্শক গ্যালারিতে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, বিজেপির ওয়ার্ড পর্যায়ের নেতারা নারীদের একত্র করে তাদের হাতে ফ্রি টিকিট তুলে দেওয়ার পাশাপাশি চা ও লাঞ্চের কুপনও দিয়েছেন। তবে অন্য সংবাদমাধ্যম জানিয়েছে, সব টিকিট বিক্রি না হওয়ায় গ্যালারি ভরতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে এতে দোষের কিছু দেখছে না স্টেডিয়াম কর্তৃপক্ষ। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সিনিয়র সদস্য গণমাধ্যমে জানান, ‘অন্যরা খেলা দেখানোর জন্য স্কুলের বাচ্চাদের নিয়ে আসে। তাতে গ্যালারি ভরার পাশাপাশি একটা উৎসবের আমেজ থাকে। পার্থক্য একটাই, আমরা নারী দর্শকদের নিয়ে আসব।’
জানা যায়, আহমেদাবাদের বিভিন্ন এলাকা থেকে ৩০ থেকে ৪০ হাজার নারী এই ম্যাচ ফ্রি টিকিটে গ্যালারিতে বসে দেখবেন। ভারতের ক্ষমতাসীন দলের নেতারা নারীদের এক্ত্র করে তাদের হাতে ফ্রি টিকিটের পাশাপাশি চা এবং লাঞ্চের কুপনও দিয়েছেন। যদিও অনেকের ধারণা, সব টিকিট বিক্রি না হওয়ায় গ্যালারি ভরতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আহমেদাবাদের বোদাকদেভ অঞ্চলে বিজেপির সহসভাপতি ললিত ভাধাওয়ান জানিয়েছেন, গত মাসে পার্লামেন্টে নারীদের রিজার্ভেশন বিল পাস হয়। এটাকে প্রেরণা হিসেবে ধরেই নারী ক্রিকেটপ্রেমীদের গ্যালারিতে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি এও জানান, ‘আহমেদাবাদের ৩০ থেকে ৪০ হাজার নারী স্টেডিয়ামে খেলা দেখবেন। আমাদের স্বেচ্ছাসেবক দল নাম সংগ্রহ করে টিকিট তাদের দিয়ে এসেছে। যেহেতু মেয়েদের ৩৩ শতাংশ রিজার্ভেশন বিল পাস হয়েছে, আর টিকিটও এসেছে ওপরমহল থেকে। নারীরা নিজেদের উদ্যোগেই স্টেডিয়ামে যাবেন এবং তাদের চা ও খাবারের কুপন দেওয়া হবে।’
উল্লেখ্য, নরেন্দ্র মোদি স্টেডিয়াম পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম, যেখানে আসনসংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজার। বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচটি। এই মাঠেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মহারণ হবে। একই সাথে ১৯ নভেম্বর শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচও হবে এই মাঠে।
এফআর/অননিউজ