মানবাধিকার লঙ্ঘন ইস্যুসহ বিশ্বকাপ আয়োজন নিয়ে নানা সমস্যার মধ্যে রয়েছে কাতার। এর মধ্যে যোগ হয়েছে নতুন সংকট। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ইসলামিক স্টেটের (আইএস) সমর্থকরা বিশ্বকাপ চলাকালে কাতারে জঙ্গি হামলার পরিকল্পনা করছে।
সংবাদমাধ্যমে জানানো হয়, কিছু আইএস সমর্থক মোবাইল অ্যাপ ‘টেলিগ্রাম’ ব্যবহার করে কাতারে জঙ্গি হামলার ডাক দিয়েছে। বিশেষ করে আইএসবিরোধী দেশগুলোর ফুটবলার ও সমর্থকরা এই হামলার লক্ষ্য হতে পারে।
স্প্যানিশ গণমাধ্যমের খবরে আরও বলা হয়, টেলিগ্রামে যেসব বার্তা আদান-প্রদান হয়, তা অনেকটা এ রকম—‘পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। কাতার বিশ্বকাপে অংশ নিয়ে গোল করো। গোল ফাঁকা আছে।’
টেলিগ্রামের মাধ্যমে দুটি ইনফোগ্রাফিক্স ছড়িয়ে দেওয়া হয়েছে। যারা জোটবদ্ধভাবে আইএসকে হারানোর ডাক দিয়েছে, একটিতে তাদের নাম রয়েছে। আর দ্বিতীয়টিতে কাতার বিশ্বকাপে অংশ নেওয়া সবকটি দলের নাম। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কী হয়।