বিশ্বকাপ ফুটবল উম্মাদনা ব্রাহ্মণবাড়িয়ায় আর্জেন্টিনার-ব্রাজিল পতাকার বিক্রির ধুম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।
আগামী ২০ নভেম্বর শুরু হচ্ছে ফিফা কাতার বিশ্বকাপ। ইতিমধ্যেই বিশ্বকাপ নিয়ে সমর্থকদের মধ্যে শুরু হয়েছে উম্মাদনা। বিভিন্ন বাসা-বাড়ির ছাদে, বহুতল ভবনের
ছাদে টানানো হচ্ছে প্রিয় দলের পতাকা। এই ফুটবল উম্মাদনায় মেতে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ায়ও। বিভিন্ন দেশের পতাকা বিক্রির ধুম পড়েছে এই জেলাতে।
প্রতিদিন সকাল থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে হকাররা ঘুরে ঘুরে পতাকা বিক্রি করছে। তাছাড়াও জেলা শহরের বিভিন্ন দোকানেও পতাকা বিক্রি করা
হচ্ছে। তবে আর্জেন্টিনার ও ব্রাজিলের পতাকা বিক্রি হচ্ছে বেশি বলে জানিয়েছেন পতাকা ব্যবসায়িকরা। ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়ার বাসিন্দা ও
ড্যাফোডিল স্কুলের দশম শ্রেনীর ছাত্র ইকরাম বলেন, সে ৬ ফুট লম্বা ব্রাজিলের একটি পতাকা কিনেছে ৩০০ টাকা দিয়ে। এর সাথে নিজ দেশ বাংলাদেশেরও
একটি পতাকা কিনেছে। শহরের হালদার পাড়ার আরিয়ান খান বলেন, তিনি ব্রাজিলের একটি পতাকা কিনেছেন ১০০ টাকা দিয়ে। আরিয়ানের বিশ্বাস এবার তার
প্রিয়দল ব্রাজিল জিতবে।
রিকসা চালক স্বপন মিয়া বলেন, আমি আর্জেন্টিনার সাপোর্টার। রিকসার সামনে লাগানোর জন্য ৩০ টাকা দিয়ে আর্জেন্টিনার একটি ছোট পতাকা
কিনেছেন। তার আর্জেন্টিনার দল এবার বিশ্বকাপ জিতবে বলে তিনি বিশ্বাস করেন। শহরের টি.এ.রোডের ঘোড়াপট্টি ব্রীজের দক্ষিণ পাশের নিউ অনুপম পেপার
হাউজের মালিক রনজিৎ রায় বলেন, এবারের বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে অন্যান্য বারের চেয়ে পতাকা বিক্রি একটু বেশি। সবচেয়ে বেশী বিক্রি হচ্ছে
আর্জেন্টিনার ও ব্রাজিল পতাকা।
কৃষ্ণ কলি পেপার হাউজের মালিক কমল রায় বলেন, অন্যান্য পতাকা থেকে আর্জেন্টিনার ও ব্রাজিল পতাকা বিক্রি বেড়েছে। তিনি বলেন, গড়ে প্রতিদিন
৩০/৬০টি পতাকা বিক্রি হচ্ছে। অন্যদেশের পতাকার পাশপাশি নিজ দেশের (বাংলাদেশ) পতাকা লাগানোর জন্য আমরা ক্রেতাদের পরামর্শ দিচ্ছি।