বিশ্বকাপ বাছাই পর্বে জাতীয় ক্রিকেট দলে ডাক পেলেন মারুফা

সুভাষ বিশ্বাস, নীলফামারী

বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলে ডাক পেলেন সৈয়দপুর ঢেলাপীর এলাকার মেয়ে মারুফা আক্তার। সুখবরটা বড় ভাই আল-আমিনকে সবার আগে জানিয়েছেন মারুফা। তার মাধ্যমে জেনেছে পুরো পরিবার। ফলে বাড়িতে বইছে আনন্দের বন্যা।

আজ ৪ঠা সেপ্টেম্বর টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি। যেখানে নতুন মুখ মারুফা।সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হবে বাছাইপর্ব, সূচি চূড়ান্ত হয়েছে আগেই। ক্যাম্প করার জন্য আগেভাগে সেখানে যাবে লাল-সবুজের মেয়েরা। ৮ সেপ্টেম্বর যাত্রা করবে বাংলাদেশ। এটিই হবে মারুফার প্রথম বিদেশ সফর।

করোনা মহামারী শেষে ওয়ানডে ফরম্যাটের ঢাকা প্রিমিয়ার লিগে বাজিমাত করেন মারুফা। ডানহাতি সুইং পেসার বিকেএসপির হয়ে ১১ ম্যাচে ওভারপ্রতি ৩.২১ রান দিয়ে মোট ২৩ উইকেট নেন। এক ম্যাচেই নেন ৭ উইকেট। ডানহাতি এই পেসার জিতে নেন টুর্নামেন্টের ‘বেস্ট প্রমিজিং প্লেয়ার’-এর পুরস্কার। চলে আসেন জাতীয় দলের ক্যাম্পে। যেখানে সুযোগ পান ২৮ ক্রিকেটার। ফিটনেস টেস্টে তোলেন সর্বোচ্চ পয়েন্ট।

গত মাসে সিলেটে টি-টুয়েন্টি সংস্করণের জাতীয় লিগে দেখান আরও বড় চমক। টি-টুয়েন্টিতে তিনের কম (২.৭৬) ইকোনমিতে বোলিং করেন। ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে হন দ্বিতীয় সর্বোচ্চ শিকারি। সিলেট বিভাগের শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

আরো দেখুনঃ