চাঁদপুরের কচুয়ায় ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি’ এ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে আত্মমানবতার সেবায় নিয়োজিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন "প্রাণের টানে রক্তদানে'র সদস্যরা । সোমবার বিকেলে মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসা, মেঘদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেঘদাইর কেন্দ্রীয় জামে মসজিদ আঙ্গিনায় বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ বৃক্ষরোপণ করে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় আব্দুল জলিল ফরাজি, বিল্লাল হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য শরিফুল ইসলাম ও ফরহাদ হোসেনসহ অন্যান্যরা উপস্খিত ছিলেন।
এসকেডি/অননিউজ