‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের একশ'টিরও বেশি দেশে বিশ্ব পরিবেশ দিবস ২০২২ পালিত হচ্ছে ।
১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচীর উদ্যোগে প্রতি বছর সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও ৫ জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারে বিশ্ব পরিবেশ দিবস ২০২২ উপলক্ষে জেলা প্রশাসন মৌলভীবাজার ও পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের আয়োজনে পৌর জনমিলন কেন্দ্রে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার মাননীয় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( এডমিন এন্ড অপস্) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, জেলা পরিষদেন প্রশাসক আলহাজ্ব মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com