বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে নড়াইলে র্যালি ও আলোচনা সভা
নড়াইল প্রতিনিধি।।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে নড়াইলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ ” প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালিত হয়।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় দিবতের তাৎপর্য ও দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নড়াইল জেলায় পর্যটনের সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নড়াইল জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস, লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মশিউর রহমান, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু সহ অনেকে।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি আদালত সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ