বিশ্ব পুরুষ দিবস আজ

ঠাকুরগাঁও প্রতিনিধি।।

পুরুষ দিবস কবে, তা হয়তো অনেকেই জানে না। আমিও জানতাম না যে ১৯ নভেম্বর বিশ্ব পুরুষ দিবস। বিশ্বব্যাপী লিঙ্গভিত্তিক সমতা, বালক ও পুরুষদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পুরুষের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার প্রধান উপলক্ষ হিসেবে প্রতিবছর দিবসটি পালন করা হয়।

পরিসংখ্যান বলে পুরুষ মানুষ হচ্ছে পৃথিবীর সবচাইতে অসহায় প্রাণী।

*পৃথিবীতে আত্মহত্যাকারীদের মধ্যে ৭৫% ই হলো ছেলে।
*গৃহহীন মানুষের মাঝে ৮৫% হচ্ছে পুরুষ।
* খুন হওয়া মানুষের মাঝে ৭০% হচ্ছে পুরুষ।

এমনিভাবে কর্মক্ষেত্রে মারা যাওয়া,জীবনকাল,মহামারিতে মৃত্যু,শেষ বয়সে বড় অপাংক্তেয় হয়ে যাওয়া ইত্যাদি অনেক দিক দিয়েই বড় অবহেলিত এই পুরুষজাতি।

পুরুষের কষ্ট সম্পর্কে মানুষের ধারনাও অস্পষ্ট! একটা উদাহরন দিই, প্রতি বছর মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের চাইতে বেশি পুরুষ প্রোস্টেট ক্যান্সারে মারা যায় কিন্তু ক’জনা তা জানে?

সম্ভবত পুরুষ জাতি পৃথিবীর সবচাইতে অবলা জাতি।পরিসংখ্যান পর্যালোচনায় মনে হচ্ছে ঘটা করে পুরুষ দিবস পালনের সময় এসেছে।

আশা করছি মুক্তমনা নারীরা পুরুষদিবসে পুরুষের প্রতি সহানুভুতি দেখিয়ে কথার ফুলঝুরি ছোটাবেন।পুরুষরা চিৎকার করে বলবেন একদিনের সহানুভুতি চাইনা,মানু্ষ হিসাবে মর্যাদা নিয়ে বাঁচতে চাই।

পৌরুষময়,সৌম্যকান্ত,কন্ট্রিবিউটিং এন্ড কমফোর্টেবল হোক পুরুষের জীবন।নারীপুরুষ যে যার মর্যাদা ও স্বাচ্ছন্দ্য নিয় বিচরণ করুক জগতে,একসাথে পাশাপাশি।

আরো দেখুনঃ