আন্তর্জাতিক বাজারে আরও স্বর্ণের দাম কমেছে। চলতি সপ্তাহে সংবাদ সম্মেলন করবেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান জোরোম পাওয়েল। এছাড়া মাসিক চাকরির তথ্য প্রকাশ করবে দেশটি। ফেডের সুদহার বৃদ্ধিতে যা প্রভাব ফেলবে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর দামি ধাতুটির দাম হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে সিএনবিসি ও গোল্ডপ্রাইস ডটকমের প্রতিবেদনে পাওয়া গেছে এসব তথ্য। এতে বলা হয়, মঙ্গলবার (৭ মার্চ) আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৩৪ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৮৪৬ ডলার ৩৯ সেন্টে। আগের কার্যদিবসে সোমবার যা ছিল ১৮৫২ ডলার ৫৯ সেন্টে। তবে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য অপরিবর্তি আছে। আউন্সপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ১৮৫৪ ডলার ৬০ সেন্টে।
মঙ্গলবার (৭ মার্চ) ও বুধবার ৮ মার্চ সংবাদ সম্মেলন করবেন ফেড চেয়ারম্যান পাওয়েল। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সেখানে সুদের হার বাড়ানোর ঘোষণা দিতে পারেন তিনি। বিনিয়োগকারীদের প্রত্যাশার চেয়ে যা বেশি হতে পারে। আগামী শুক্রবার ১০ মার্চ গত ফেব্রুয়ারি মাসের অর্থনীতির তথ্য প্রকাশ করবে মার্কিন কর্তৃপক্ষ। এ দুই দিকেও নজর রাখছেন ব্যবসায়ীরা।
কিটকো মেটালসের জ্যেষ্ঠ বিশ্লেষক জিম ওয়েকফ বলেন, ফেড সুদের হার বাড়ালে ডলারের দাম বেড়ে যাবে। ফলে স্বর্ণের দর কমবে। আর অর্থনীতির তথ্য প্রকাশের পর বুলিয়ন মার্কেটে আরও অস্থিরতা বিরাজ করবে।
শান্ত/অননিউজ