বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী।
বুধবার সকালে যশোরের শার্শা উপজেলার কাশিপুর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার প্রদান করা হয়। পরে রমজান উপলক্ষে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিজিবি মহাপরিচালক।
এসময় উপস্থিত ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক মো. আনোয়ার হোসেন, বিজিবি খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল রেজাউল কবির, ৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল আহমেদ হাসান জামিল প্রমুখ।
এফআর/অননিউজ