বীর মুক্তিযোদ্ধাদের বীরোচিত সংবর্ধনা দিল ফটিকছড়ি পৌরসভা
ওমর ফয়সাল, ফটিকছড়ি (চট্টগ্রাম)।।
মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে ফটিকছড়ি পৌরসভা। ২৬ ডিসেম্বর রবিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পৌর এলাকার ৩৫ জন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে বীরোচিত সম্মাননা প্রদান করা হয়। পৌর মেয়র ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব ইসমাইল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান।
প্রধান আলোচক ছিলেন মুক্তিযুদ্ধকালীন বিএলএফ কমান্ডার আনোয়ারুল আজিম। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ইউসুফ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, উপ-দপ্তর সম্পাদক পৌর কাউন্সিলর আবুল কাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল বশর ও এস এম খায়রুল বশর।
প্যানেল মেয়র ও পৌর যুবলীগ সভাপতি গোলাপ মওলা গোলাপের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি একে আজাদ বাবুল, ফটিকছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর সাংবাদিক রফিকুল আলম চৌধুরী, বিবিরহাট বণিক কল্যাণ সমিতির সভাপতি মুহাম্মদ সোলায়মান, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহŸায়ক সাহেদুল আলম সাহেদ, পৌর ছাত্রলীগের সভাপতি আবু সোয়াইব, সহ-সভাপতি সাজ্জাদুল আলম সাজ্জাদ।
অনুষ্ঠানে পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ, যুবলীগের, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।