ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ফেনী ২ আসন থেকে তিনবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী আর নেই।
২৭ ডিসেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ রোজ সোমবার ৭৬ বছর বয়সে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন একাধারে একজন রাজনীতিবিদ, লেখক এবং সাংবাদিক। 'হাজারিকা প্রতিদিন' নামক তিনি একটি আঞ্চলিক দৈনিক পত্রিকার সম্পাদনা করলেও রাজনীতিবিদ হিসেবেই তিনি বেশ পরিচিতি লাভ করেছিলেন। ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রায় বিশ বছরের বেশি সময় ধরে তিনি ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ফেনী সদর (ফেনী ২)আসন থেকে ১৯৮৬,১৯৯১এবং ১৯৯৬ সালে তিনি তিনবার এমপি হিসেবে নির্বাচিত হন । মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন। রাজনৈতিক জীবনে শক্তিশালী কর্মীবাহিনী এবং বলিষ্ঠ কণ্ঠস্বর এর কারণে তিনি ফেনীর গডফাদার হিসেবে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন।
উল্লেখ্য, জয়নাল হাজারী ফেনী জেলার এক মুসলিম পরিবারে ১৯৪৫ সালের ২৪ আগস্ট জন্মগ্রহণ করেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।