সোনাগাজী (ফেনী)প্রতিনিধি ।।
ফেনীর সোনাগাজীতে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান যুগান্তর ও যমুনা টিভির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার সম্মেলন কক্ষে যুগান্তর সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি জাবেদ হোসাইন মামুনের সভাপতিত্বে ও সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী মো. আবু সুফিয়ান, সোনাগাজী ইসলামিযা ফাজিল (ডিগ্রি) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. ইব্রাহীম খলিল, বাংলাদেশ পরিবেশ বাস্তবায়ন সোসাইটির নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টার, দৈনিক প্রথম আলোর সোনাগাজী প্রতিনিধি আমজাদ হোসাইন, উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আরবী প্রভাষক মাও. হারুনুর রশিদ, ইংরেজি প্রভাষক ইসমাইল হোসেন, সিনিয়র শিক্ষক মাও. মোবারক হোসেন জসিম, খাজা নাজিম উদ্দিন ও যুবলীগ নেতা আবদুল শুক্কুর মিলন প্রমুখ। প্রয়াত নূরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাও. মোহাম্মদ হোসাইন।
স্মরণ সভায় বক্তারা বলেন, যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম একজন দেশপ্রেমিক শিল্পপতি ছিলেন। তিনি দেশের কয়েক লাখ মানুষের কর্মসংস্থান করেছেন। তার প্রতিষ্ঠিত মিডিয়া তার মতই অকুতোভয় ভূমিকা পালন করে যাচ্ছে, কারো সঙ্গে আপোষ করে না। তিনি অসংখ্য শিল্প প্রতিষ্ঠান গড়ে দেশী-বিদেশীদের মধ্যে সেতুবন্ধন রচনা করে গেছেন। যুদ্ধ বিধ্বস্ত দেশে ১৯৭৪ সালে যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করে তিনি দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে আধুনিক বাংলাদেশের ভিত রচনা করে গেছেন।
এসকেডি/অননিউজ