যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার কাপে ইন্টার মায়ামির প্রতি ম্যাচে মেসির বুকে থাকবে একটি ক্যামেরা। সেই ক্যামেরার ফুটেজ লাইভ স্ট্রেমিং করে দেখানো হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটিকে। এমএলএস এবং ইন্টার মায়ামির অফিসিয়াল টিকটকে চলবে সেই লাইভ।
টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে মেজর লিগ সকার কর্তৃপক্ষ। এমএলএস কর্তৃপক্ষ এর নাম দিয়েছে ‘দ্য প্লেয়ার্স স্পটলাইট’। তবে মেসি ভক্তদের অনেকেই এটাকে ‘মেসি ক্যাম’ বলে ডাকছেন।
মেসি যখন দৌড়াবেন, গোল করবেন, অ্যাসিস্টের জন্য বল বাড়িয়ে দিবেন বা উদযাপন করবেন তখন তিনি কি দেখেন তা দেখতে পাবে সমর্থকরা। এই কিংবদন্তির ভিশন বা ফিল স্ক্যানিং নিয়ে ফুটবলপ্রেমিদের কৌতুহলের শেষ নেই। তাদের মনের খোরাক মেটাবে এই মেসি ক্যাম।
এই উদ্যোগের লক্ষ্য শুধু ভক্তদের তাদের প্রিয় তারকার আরও কাছাকাছি নিয়ে আসা। ফুটবলের উপস্থাপনায় একটি মাইলফলক হতে পারে এমএলএসের এই উদ্যোগ। যেখানে সোশ্যাল মিডিয়া এবং প্রযুক্তিকে এক করে ফুটবলের সম্প্রচারে সফলভাবে সংযুক্ত করা হচ্ছে।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24