কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচংয়ের ফরিজপুর এলাকায় বাস-সিএনজি সংঘর্ষে ১জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৫জন। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, মহাসড়কের ফরিজপু এলাকায় সিএনজি চালিত অটো রিকশার সাথে জনতা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাশ্ববর্তী সোন্দ্রম গ্রামের হাফেজ আবু নাঈম নামে ১জন নিহত হয়।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিস্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ও দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।