কুমিল্লার বুড়িচং উপজেলায় ১৩ মার্চ বুধবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান এর উপস্থিতিতে ভূমি সেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখলাক হায়দার, জোনাল স্যাটেলমেন্ট অফিসার মাহফুজা মতিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আলম বাবুল, বুড়িচং উপজেলার সাবরেজিস্টার সোহেল রানা, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আবুল হাসানাত, আরও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারি ও সকল ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাগন এবং বুড়িচং উপজেলার সর্বসাধারন।
উক্ত গণশুনানিতে অংশ নেয়া বিভিন্ন পেশা ও শ্রেনীর মানুষ তাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা জেলা প্রশাসকের নিকট তুলে ধরেন।জেলা প্রশাসক উপস্থিত সকলের সমস্যা গুলো শুনেন এবং একে একে তাদের প্রশ্নের উত্তর প্রদান করেন।
এফআর/অননিউজ