কুমিল্লার বুড়িচংয়ে ১৭ মার্চ রবিবার সকাল ১১ টার সময় জাতীর পিতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব এম এ জাহের এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার, সহকারী কমিশানার (ভূমি)সামিউল ইসলাম, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আবুল হাসানাত, বুড়িচং থানা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর সহ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। সকাল থেকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের কে নিয়ে কবিতা আবৃত্তি, সঙ্গীত প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদেরকে অতিথি বৃন্দুর হাত দিয়ে পুরস্কৃত করা হয়।
এফআর/অননিউজ