বুড়িচংয়ে মনঘাটায় শ্যামা পূজা উপলক্ষে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মনঘাটা গ্রামের শ্রী শ্রী রক্ষা কালী মন্দির প্রাঙ্গণে রবিবার (১২ নভেম্বর) রাতে শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার,বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার,মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী,দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই রাজীব চৌধুরী,মিসেস রাজীব চৌধুরী,কুমিল্লা অঞ্চল সহকারী পরিচালক হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট লিটন চন্দ্র সরকার,কুমিল্লা জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণু কুমার ভট্টাচার্য্য,সাধারণ সম্পাদক মধু সুধন বিশ্বাস,আওয়ামী লীগ নেতা শাহীন কাদির,ইউপি সদস্য মোঃ জাকির হোসেন সাংবাদিক।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মনঘাটা মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিশ্বজিৎ ভৌমিক টিটু চৌধুরী এবং পরিচালনা করেন ইন্দ্রজিৎ ভৌমিক ও গৌতম ভৌমিক।
আরও বক্তব্য রাখেন আদর্শ উপজেলা কমিটির সভাপতি যোগেশ চন্দ্র সরকার,সাধারণ সম্পাদক অনীল কুমার,স্থানীয় কমিটির সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকার,বিপ্লব দেবনাথ,শ্যাম্বু চন্দ্র সরকার,ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাহ আলম,ডা. খোরশেদ আলম,শাহজাহান চৌধুরী প্রমুখ।
এসময় শ্রী শ্রী শ্যামা পূজার বিভিন্ন ভক্ত বৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ