কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩এর বিচারক রোজিনা খান। এছাড়া সাজাপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ২০হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। আসামিরা হলেন জগতপুর গ্রামের আবদুল মালেক, মফিজুল ইসলাম, আবু ইউসুফ ও খোকন মিয়া।
মামলা সূত্রে জানা যায়, সম্পত্তির ভাগাভাগির ঘটনাকে কেন্দ্র কুমিল্লা বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের নজরুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে তাদের প্রতিবেশী কনু মিয়ার বাকবিতণ্ডা চলে। এই ঘটনাকে কেন্দ্র করে কনু মিয়া দলবল নিয়ে ২০০৩ সালের ৩১ আগস্ট নজরুল ইসলামের বাড়ি ঘেরাও করে। এ সময় নজরুল ইসলামের ভাই মনিরুল ইসলাম গরুর দুধ বিক্রি করার জন্য বুড়িচং বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে আবদুল মালেক, মফিজুল, ইউসুফ, খোকনরা দেশীয় অস্ত্র দিয়ে মনিরুলকে কুপিয়ে আহত করে। পরিবারের সদস্যরা তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহত মনিরুল ইসলামের স্ত্রী শিরিনা আক্তার বাদী হয়ে ১৬ জনের নামে মামলা দায়ের করেন। মামলায় সাজাপ্রাপ্ত ৪জনই পলাতক। মারা গেছেন কনু মিয়া, আবদুল মতিনসহ তিনজন আসামি। অন্যদের বেকসুর খালাস দিয়েছে আদালত।
এফআর/অননিউজ