কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (৯ আগস্ট) সকালে বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২২ হাজার ১০১ টি ভূমিহীন - গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে বুড়িচং উপজেলার অবশিষ্ট ২২ টি পরিবারের মাঝে দলিলপত্র বুঝিয়ে দেয়ার মধ্যে দিয়ে বুড়িচং উপজেলা ভূমিহীন - গৃহহীনমুক্ত হলো।বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের ১২টি জেলা ও ১২৩টি উপজেলাকে ভূমিহীন - গৃহহীনমুক্ত ঘোষণা করেন।এর মধ্যে বুড়িচং সহ কুমিল্লার ৬টি উপজেলাকেও ভূমিহীন - গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়।এ পর্যন্ত বুড়িচংয়ে ১৯৩ পরিবারের মাঝে গৃহহস্তান্তর করা হয়েছে।বুধবার (৯ আগস্ট) বাকী ২২টি পরিবারকে দলিলপত্রসহ ভূমি ও গৃহ বুঝিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুড়িচং উপজেলাকে ভূমিহীন - গৃহহীনমুক্ত ঘোষণা করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও দলিল হস্তান্তর করেন কুমিল্লা- ৫ মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম খান এমপি ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান।উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার প্রমুখ।এছাড়া বুধবার(৯ আগস্ট)কুমিল্লা জেলার সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান এর সাথে বীর মুক্তিযোদ্ধা,জন প্রতিনিধি,শিক্ষক,সরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,ধর্মীয়,সুধীজন- সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য,দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান। প্রধান বক্তা ছিলেন,কুমিল্লার নবাগত জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান।সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার এবং সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার,জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিশ সরকার।
আরও অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম,কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মীঠু,বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈনুল মোর্শেদ মুরাদ।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজালাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফৌজিয়া আক্তার,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী,পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার,সমাজ সেবা কর্মকর্তা আব্দুল আউয়াল,পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর ডিজিএম মোঃ হাফিজুর রহমান,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক এম হাবিবুর রহমান,আরও বক্তব্য রাখেন সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ।উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান যথাক্রমে আলহাজ্ব মোঃ আবু তাহের,বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাষ্টার,মোঃ আব্দুল করিম, আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল আবেদীন, মোঃ সাহেব আলী, এডভোকেট ইস্কান্দার আলী ভূইয়া আমির,হাজী মোঃ বিল্লাল হোসেন।আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মফিজুল ইসলাম, অধ্যক্ষ আবু ইউসুফ ভূইয়া, আনন্দ পাইলট সরকারি স্কুলের প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম খন্দকার,বীর প্রতীক আব্দুল ওহাব,বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুল ইসলাম,সুপার মাওলানা সফিকুর রহমান ভূইয়া, প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান, প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান ভূইয়া জীবন, প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।এসময় বিভিন্ন মসজিদের ইমাম – খতিব,মাদ্রাসার শিক্ষক,রাজনৈতিক ব্যক্তিবর্গ,সুধীজন এবং সাংবাদিক,জনপ্রতিনিধি গন উপস্থিত ছিলেন।
এসকেডি/অননিউজ